নিজস্বপ্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাটে ( কিশোরগঞ্জ সদর – হোসেন পুর) নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সমর্থনে পথসভা অনুষ্ঠিত।
কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাটে সদর উপজেলার ৯ নং চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ, বি,ছিদ্দিক খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ -১( কিশোরগঞ্জ- হোসেনপুর)
নির্বাচনী আসন থেকে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেন, কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন,কর্শা কড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম ভূইয়া, কর্শা কড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন, চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত কুমার ঘোষ,কিশোর গঞ্জ সদর আওয়ামী যুব লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদ ,আওয়ামী লীগ নেতা আঃ আলী, আওয়ামী যুব লীগ নেতা আহসান হাবিব লিটন প্রমুখ।বক্তরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দিতে সকলের প্রতি আহবান জানান।