তন্ময় দেব শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ভাটির উপজেলা শাল্লায় একদিনের
সরকারি সফর করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
সোমবার (১৭ জুলাই) বেলা ১১ টায় দিরাই উপজেলার মিলন বাজার ফেরি ঘাট থেকে স্পিডবোট যোগে তিনি শাল্লায় পৌঁছেন। এসময় উনাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব এর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলদিয়ে বরণ করা হয়।
এর পর তিনি শাল্লা থানা, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাসপাতাল, বাহাড়া ইউনিয়ন, উপজেলা ভূমি অফিস, অফিসার্স ক্লাব,
ইউএনও অফিস সহ সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
এর পর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সহায়তায় অসহায় বিধবা শান্তি রানী কে একটি বাছুর সহ গাভী উপহার প্রদান করেন জেলা প্রশাসক মহোদয়।
বিকাল ৩ টায় উপজেলা শিল্পকলা ভবনের পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধন করেন এবং শিল্পকলা উন্নয়নের জন্য তিনি অর্থিক সহায়তার আশ্বাস দেন। পরে শিল্প কলা ভবনের সামনে একটি লিচু গাছের ছারা রোপন করেন। এর পর জেলা প্রশাসক উপজেলা পরিষদ ভবনের সামনে ও একটি ফলজবৃক্ষ রোপন করেন।
এসময় উনার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্ত্তী,, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,
উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযুষ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।