সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর সহোদর ভাই-বোন হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তন্মধ্যে একজনকে লালমনিরহাট থেকে এবং বাকি দুই আসামীকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সহোদর ভাই-বোনকে হত্যা মামলার দুই নম্বর আসামী মোঃ ইমরানকে কিশোরগঞ্জের হোসেনপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গতকাল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আরমান মিয়াসহ সংঘর্ষে জড়িত অপর এক শিশু আসামীকে পুলিশ অভিযান চালিয়ে গতকাল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আরো জানান, মামলার বাদবাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত ১৩ জুলাই কিশোরগঞ্জের হাসেনপুর উপজেলার পূর্ব কুড়িমারা গ্রামে বাড়ির সীমানা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জের ধরে হামলায় সহোদর ভাই-বোন মাহমুদুল হাসান আলমগীর (৩০) এবং তার কন্যা নাদিরা আক্তার (২২) কে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় হোসেনপুর থানায় নিহতদের পিতা মোঃ শামসুল ইসলাম বাদী হয়ে সাতজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.