সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছ লাগানো ও কাটা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সহোদর ভাই বোন খুনের ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ ০৭ জনের নামে হোসেনপুর থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার (১৪ জুলাই)রাতে থানায় উপস্থিত হয়ে নিহতদের পিতা মোঃ সামছুদ্দিন মামলাটি দায়ের করেন। মামলার পর পরই প্রধান আসামির স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের সঙ্গে তার ছোটভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে কিছু দিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার নিজ বাড়ির সীমানায় গাছের চারা রোপণ ও কাটার জের ধরে গত বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের পরিবারের সঙ্গে কাদিরের পরিবারের সদস্যেদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে কুড়ালের কোপে ঘটনাস্থলেই আলমগীর নিহত হয়। এ সময় গুরুতর আহত নাদিরা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। অন্য আহতরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৪৮), দুই ছেলে হুমায়ুন কবীর (২৬) ও সালমান (১৮)।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি জানান, নিহতদের পিতা মোঃ সামছুদ্দিন বাদী হয়ে আব্দুল কাদিরকে প্রধান আসামি করে ০৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামি আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক থাকায় তাদের গ্রেফতারেও সচেষ্ট রয়েছে পুলিশ।
ছবি সংযুক্ত: নিহত আলমগীর ও নাদিরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.