পূবাইল (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর পূবাইলে নিখোঁজের এক দিন পর বিলের পানিতে ভাসমান থাকা এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ জুলাই ) সকালে পূবাইল ৪০ নং ওয়ার্ড মাজুখান বাঘের টেক এলাকায়।ঐসময়
বিলের পানিতে ভাসমান জমিতে থাকা নুপুর(৮) নামে এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।নিহত নুপুর (৮)স্হানীয় ৪০ নং ওয়ার্ড মাজুখান গ্রামের আবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুর থেকে শিশু নুপুর নিখোঁজ ছিল। এ ব্যাপারে স্থানীয়ভাবে মাইকিং করে হারানো সংবাদ প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চাওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে।
এ বিষয়ে ৪০নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি জানান, এই শিশুর মৃত্যুর সংবাদ অত্যন্ত দুঃখজনক, আমি ঘটনাস্থলে যাবো, নিহতের পরিবারের লোকজনদেরকে শান্তনা দেওয়ার চেষ্টা করবো।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। শিশুটির গায়ে তেমন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও এলাকার মানুষ বিরুপ মন্তব্যে করছে। লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে শিশুটির মৃত্যুর মূল কারণ কি ছিল।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.