নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে এএসপি পরিচয়ে প্রতারণা করে আসছে একটি প্রতারক চক্র। প্রতারণার শিকার হচ্ছে সহজ সরল সাধারণ মানুষজন। সেই প্রতারক চক্রের প্রধান এএসপি পরিচয়দানকারী জামান আহমেদ কে আসামি করে অভিযোগ দাখিল করেছেন কিশোরগঞ্জ জেলা শহরের আশরাফী বুটিকস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম। রোববার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগটি দায়ের করা হয়।
জামান আহমেদ করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের দগাভিটা এলাকার ইসলামী বক্তা মাওলানা বেলায়েত হোসেন সুরে বেলালীর ছেলে। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার নিউজ প্রকাশ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (৪ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের তমালতলা এলাকায় অবস্থিত আশরাফী বুটিকস নামের ব্যবসা প্রতিষ্ঠানে এসে নিজেকে এএসপি পরিচয় দিয়ে ১৫ হাজার টাকার মালামাল ক্রয় করেন জামান আহমেদ। এটিএম বুথ থেকে টাকা তুলে এক ঘন্টা পর দিয়ে যাবে বলে চলে যায়। ঘন্টাখানেক পর আবার এসে তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমনটা বলে চিকিৎসার জন্য ৮ হাজার টাকা কর্জ চায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম এর কাছে। তিনি সরল মনে বিশ্বাস করে প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা কর্জ দেয় এএসপি পরিচয় দানকারী জামান আহমেদকে। জামান আহমেদ যাওয়ার সময় তার ব্যক্তিগত দুটি ফোন নাম্বার দিয়ে যায়। পরে তার ফোন নাম্বারে কল করে টাকা চাইলে আশরাফী বুটিকস এর ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে জামান আহমেদ। মালামাল ক্রয়ের ১৫ হাজার ও কর্জ ৮ হাজার টাকা সহ মোট ২৩ হাজার পাওনা টাকা দিতে অস্বীকার করেন এএসপি পরিচয় দানকারী জামান আহমেদ। আশরাফী বুটিকস এর ব্যবস্থাপনা পরিচালক নাদিরা বেগম অবশেষে জানতে পারেন সে প্রতারকের খপ্পরে পড়ে গেছে।
ভুক্তভোগী নাদিরা বেগম ‘কিশোরগঞ্জ ফাইলস’ কে মুঠোফোনে জানান, হোসেনপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে আমার প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকার মালামাল ও নগদ ৮ হাজার টাকা মোট ২৩ হাজার টাকা নিয়ে যায়। সে সময় তার হাতে ওয়াকিটকি ও সাথে দুজন বডিগার্ড ছিল। মোবাইল ফোনে টাকা চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিভাবে ব্যবসা করি দেখে নেওয়ার হুমকি প্রদান করে এএসপি পরিচয় দানকারী জামান আহমেদ।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগটি যাচাই-বাছাই করছি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.