গাজীপুর প্রতিনিধিঃ
আনন্দ টেলিভিশনের গাজীপুর জেলার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মরহুম আব্বাস উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে পূবাইল সাংবাদিক ক্লাব। শনিবার (০৮ জুলাই) বিকেলে পূবাইল মিরের বাজার ফৌজিয়া সরকার কমার্শিয়াল কমপ্লেক্স এর ৩ তলায় পূবাইল সাংবাদিক ক্লাব কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সাংবাদিক মরহুম আব্বাস উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে পূবাইল সাংবাদিক ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি মো: রবিউল আলম এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী খবরের পূবাইল প্রতিনিধি আল-আমিন সরকার, এশিয়ান টিভির টিটন কুমার ঘোষ, দৈনিক সংবাদ মোহনার জহিরুল আলম লিটন, দৈনিক সন্ধ্যাবাণীর ও যুগ-যুগান্তর প্রতিনিধি শাহীন সরকার, আজকের বসুন্ধরার এইচ এম নুরুল হক বাবু, দৈনিক কালের ছবির আবু সাঈদ চৌধুরী, দৈনিক দেশান্তর প্রতিনিধি আসিফ রায়হান,আরো উপস্থিত ছিলেন, শাহিন মোল্লা, আবু তালেব। উল্লেখ্য তিনি গত (৩জুলাই) সকালে স্ট্রোক করলে তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জীবদ্দশায় তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের মহানগরের সভাপতি, আনন্দ টিভি’র বিশেষ প্রতিবেদক ছিলেন।তাছাড়া তিনি বহু সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তার এক স্ত্রী, দুই ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন। মোনাজাত পরিচালনা করেন, মুফতি গাজী মাসুম।