ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ
নিখোঁজের ৩ দিনে ৪ জুলাই দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কিশোরের লাশ উদ্ধার করেন ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।
নিখোঁজ হওয়া কিশোর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার মোঃ বাচ্চু মিয়ার একমাত্র ছেলে মোঃ ইয়াসিন(১৭)।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতুর ৫০ গজ দূরে নদীর ভৈরব উপজেলার সীমান্তবর্তী থেকে নিখোঁজ ইয়াসিনের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, ঈদ পরবর্তী গত রবিবার সকালে কয়েকজন বন্ধুদের সাথে কুলিয়ারচর নদীর ঘাট থেকে নৌকা ভ্রমণে অষ্ট্রগ্রাম হাওরে যান ইয়াসিন। পরে অষ্ট্রগ্রাম থেকে ফিরে বিকালে কালি নদীর উপর অবস্থিত জিল্লুর রহমান সেতুর নিচে এসে কয়েকজন বন্ধু মিলে নদীতে লাফালাফি করার এক পর্যায়ে নিখোঁজ হয় ইয়াসিন। তৎক্ষনাৎ পানিতে নেমে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ ফাঁড়ির ডুবুরি দল রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেতুর ৫০ গজ দূরে নদী থেকে ইয়াসিনের ভাসমান লাশ উদ্ধার করেন ডুবুরি দল।
এবিষয়ে ভৈরব নৌ ফাঁড়ি থানার এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরের পরিবারের মাধ্যমে খবর পেয়ে কিশোরগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় দুই দিনব্যাপী অভিযান চালিয়ে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় ভৈরব থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।