ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে মাদক সম্রাট হেলাল মিয়া (৩৫) কে ২৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৩ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ বেলা আনুমানিক ১১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কালীপুর দক্ষিনপাড়া সাকিনস্ত ডেংহাটি মেঘনা নদীর পাড় জনৈক সাইদুল মিয়ার বসত বাড়ির পশ্চিম পাশের্ব মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেলাল মিয়া (৩৫), পিতা- মৃত উসমান মিয়া, সাং-কালিপুর মধ্যপাড়া, ঈদগাহ রোড সংলগ্ন, (উসমান মোহাম্মদ মিয়া বাড়ী), ১২ নং ওয়ার্ড ভৈরব পৌরসভা, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ কে আটক করে। এসময় ধৃত আসামীর দখলে থাকা ০২ টি আকাশী রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ২৮ (আটাশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবতর্ী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.