ডেস্ক রিপোর্ট :
প্রেমের নামে অপ্রাপ্ত বয়স্ক ভারতীয় বংশোদ্ভুত মেয়েকে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশী যুবককে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
অদ্য ০১/০৭/২০২৩ ইং তারিখে আনুমানিক ১২.০০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর মাধ্যমে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প জানতে পারে যে, জন্মসুত্রে বাংলাদেশী জনৈক ব্যক্তি ভারতীয় বংশদ্ভুত অপ্রাপ্ত বয়ষ্ক একটি মেয়ে ভিকটিম (১৪) কে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে এনেছে এবং রেলযোগে ভৈরব রেল স্টেশন অতিক্রম করবে। উক্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ আনুমানিক ১৩.৪০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এবং র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ভৈরব রেল স্টেশন হতে ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক মেয়ে (১৪) কে এবং তাকে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসা বাংলাদেশী নাগরিক আয়দোল (৩৮), পিতা- আবুল কাশেম, মাতা- আমেনা খাতুন, সাং- চড়ানল, পোঃ চড়ানল-৩৫০০, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা কে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরাাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিকট হস্থান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.