নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের তাড়াইলে চুরি যাওয়া মোবাইল ফোন তিন দিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায় যে, তাড়াইল উপজেলার বান্দুলদিয়ার গ্রামের বাড়ি থেকে সাংবাদিক হুমায়ুন রশিদ জুয়েল এর বসত ঘর হইতে রাত্রিবেলা একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র চোরে নিয়ে যায়। এ বিষয়ে তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে ওসি রফিকুল ইসলামের চেষ্টায় ৭২ ঘন্টার মধ্যে মোবাইল উদ্ধার করা হয়।
তৎক্ষনাত তিনি এ,এস,আই অরুণ কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উনার সহায়তায় তিন দিনের মধ্যে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ঢাকা কমলাপুর থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন রশিদ জুয়েল বলেন, আমার চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করায় আমি তাড়াইল থানা পুলিশের কাছে কৃতজ্ঞ। ওসি সাহেব নিজ হাতে মোবাইল ফোনটি আমার হাতে তুলে দিয়েছেন।
গতকাল রাতে মোবাইলটি হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.