নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।
একটি স্থায়ী গরুর হাট ও চারটি অস্থায়ী গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে থানা পুলিশের বিশেষ টিম গঠণ করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা যায়, পুলিশের নিরাপত্তা ব্যবস্থার কারনে এখন পর্যন্ত গরুর হাটগুলোতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এছাড়া মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ বিশেষ স্থানে সাদা ও ইউনিফরমধারী থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে। ঈদের নামাজের মাঠে যেনো মুসুল্লীরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) মু. শফিকুল ইসলাম সংবাদকর্মীদের জানান, "বাজিতপুর উপজেলায় ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। গরুর হাট ও ঈদের নামাজের মাঠে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।"
তিনি আরো জানা, "জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের বিশেষ নির্দেশে ঈদকে কেন্দ্র করে পুরো জেলার মতোই বাজিতপুরে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাক ও ইউনিফরমে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।"
এ ব্যাপারে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদ সদস্য আফজাল হোসেন এ প্রতিবেদককে জানান, "আমার নির্বাচনী এলাকায় ঈদকে সামনে রেখে যেনো কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের লোকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.