ডেস্করিপোর্ট
কিশোরগঞ্জ সদর উপজেলার কালাইহাটি এলাকায় গত ২৪/০৬/২০২৩ খ্রি: সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় মাদকাসক্ত ব্যক্তির চুরির আঘাতে স্বপ্না নামে এক মহিলা নিহত হয়েছে।
জানাগেছে, কিশোরগঞ্জ সদর থানার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামের শাবনূর আক্তার @স্বপ্ন (২৬), পিতা- আবুল কাশেম বাড়ি থেকে গরু আনতে বাহিরে গেলে পথে ডান হাতে ও পাজরে ছুরকাঘাতে গুরুতর আহত হয়৷
ঘটনার পর ভিকটিমকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ ভিকটিমের সাথে অনুমান তার স্বামীর মনোমালিন্য থাকায় ভিকটিম ২ ছেলে সন্তান [সায়ান (৬), সানভি (৪)] নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেছিল৷ ভিকটিমের পরিবারের অভিযোগ ভিকটিমের স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানান একই গ্রামের মাদক সেবনের সাথে জড়িত আলামিন (৩০), পিতা- মৃত আ: কাদির এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে৷ ঘটনার পর পরই ঘাতক আলামিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুড়ি ও ঘাতক আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করা করেছে পুলিশ ৷ ভিকটিমের স্বামী শহীদ (৩০), পিতা- শামসুল মাস্টার, সাং- চৌধুরীহাটি, থানা- কিশোরগঞ্জকে হাসপাতাল থেকে আটক করা হয়েছে৷ পুলিশ সুপার কিশোরগঞ্জ কর্তৃক গঠিত বিশেষ টিম ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক সাক্ষ্য অনুসারে মূল ঘাতক আলামিনকে কালাইহাটি তার বাড়ির পার্শ্ববর্তী এক ফাঁকা বাড়ি থেকে গ্রেফতার করেছে৷ ধৃত আলামিন ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.