নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এতে জাঙ্গালিয়া ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকুন্দিয়া পৌরসভা একাদশ।
উপজেলা প্রশাসন আয়োজিত ফাইনাল টুর্নামেন্টের ম্যাচে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।
পাকুন্দিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা সহকারী কমিশনার তানিয়া আক্তার, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, পৌর কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে ১০টি দল অংশগ্রহণ করে। এতে পাকুন্দিয়া পৌরসভা একাদশ ও জাঙ্গালিয়া ইউনিয়ন একাদশ ফাইনাল খেলার ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.