মোঃ মিজানুর রহমান,
কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের নির্দেশকে অমান্য করে কটিয়াদী বিদ্যুৎ অফিসের এজিএম আশিক অবৈধ ভাবে সেচ সংযোগ দিয়ে সহায়তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কটিয়াদী পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা অবৈধ সেচ সংযোগের চিঠি পাওয়ার প্রায় ৬ মাস হয়ে গেলেও বিচ্ছিন্ন করছেনা সেচ সংযোগ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) এর কার্যালয় কিশোরগঞ্জ জোন থেকে গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের মোঃ মেনু মিয়ার সেচ লাইসেন্স বাতিল করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে নির্দেশ প্রদান করেন। জেনারেল ম্যানেজার কটিয়াদী জোনাল অফিসের এজিএম আশিককে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু চিঠি পাওয়ার প্রায় ৬ মাস পার হয়ে গেলেও কটিয়াদী জোনাল বিদ্যুৎ অফিসের এজিএম আশিক রহস্যজনক কারণে কোন কর্ণপাত করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, এজিএম আশিক নিজেকে অনেক বড় ভেবে খেয়াল খুশিমতো কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে কটিয়াদী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আশিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি, অচিরেই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.