রমজান আলী জুয়েল -বেলাব(নরসিংদী)প্রতিনিধি ঃ-
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া নামক স্থান হতে ১০ কেজি গাঁজা সহ মাদক কারবারি ইব্রাহীম(দিপু)-কে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। ২১ জুন সকাল ৮ ঘটিকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহীম নরসিংদীর রায়পুরা উপজেলার গকুলনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
বেলাব থানা এসআই মোঃ আঃ আজিজ আল মামুন জানান,ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি চলাকালিন উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাঙ্গালি নামক স্থানে মাদক কারবারি অবস্থান করছে। সঙ্গীয় এএসআই সালাউদ্দিনের সহায়তায় নারায়নপুর কাঙ্গালিয়া ঈদগাহ নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ইব্রাহীমকে গ্রেফতার করি।
বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ বলেন, গ্রেফতারকৃত মাদককারবারির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। এবং এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.