আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নয় দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে ভালুকা কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গা মন্দির রায় বাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে মিলিত হয়। ভালুকা উপজেলা ইসকন শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়।
রথযাত্রা উৎসবপূর্ব আলোচনা সভায় উপজেলা ইসকন শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সভাপতি শ্রীমান তপনিতাই দাস অধিকারী তপন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রম শ্যামসুন্দর দাস বিজয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
শোভাযাত্রায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. শ্রী রাখাল চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভালুকা উপজেলা শাখার সভাপতি শ্রীমান মলয় কুমাড় নন্দী মানিক, সাধারণ সম্পাদক শ্রীমান বীরেন রায়, ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন প্রমুখ।
শোভাযাত্রা শেষে মধ্যপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে পূজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। রথাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। আগামী বুধবার (২৮ জুন) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.