আবু হানিফ পাকুন্দিয়া :-সারাদেশে ন্যায় একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের পাকুন্দিয়া উপজেলার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮ জুন) সকালে ৯ ঘটিকা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর এ আলম খান ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী পুরো উপজেলায় ২৪৮ টি অস্থায়ী ঠিকাদান কেন্দ্র ও দুইটি স্থায়ী ১টি এনজিও ঠিকাদান কেন্দ্রে মোট লোক সংখা ২৯৬২০৮ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬-১১ মাসের লক্ষ্যমাত্রা ৪২২৫ জন, ১২ হতে ৫৯ মাসের লক্ষ্যমাত্রা ৩২৬৩০ জন, ৬ থেকে ১১ মানের প্রতিবন্ধী ০৫ জন ও ১২-৫৯ মাসের প্রতিবন্ধী লক্ষ্যমাত্রা ৩০ জন।
এ ক্যাম্পেইন চলবে আজ বিকেল ৪ টা পর্যন্ত দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত ঠিকাদান কেন্দ্রে কার্যক্রম চালু থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.