মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি।।
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভৈরবে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত সহয়েছে।আজ দুপুরে দূর্জয় মোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আয়োজনে সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপকামসুজ্জামান বাচ্চু। এছাড়া ও বক্তব্য রাখেন, সময় টিভির ভৈরব প্রতিনিধি মোঃ ফজলুর রহমান,বাংলা টিভির প্রতিনিধি এম, আর সোহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আহবায়ক মোঃ ছাবির উদ্দিন রাজু, বিএম ইউজে ভৈরব শাখার সদস্য সচিব ও জিটিভির প্রতিনিধি এম,এ হালিম, বাংলাভিশনের প্রতিনিধি সত্যজিদ দাস ধ্রব,প্রথম আলোর প্রতিনিধি সুমন মোল্লা,চ্যানেল ২৪ এর ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা,মাইটিভি ভৈরব প্রতিনিধি মোঃ শাহনুর,আরটিভির ভৈরব প্রতিনিধি আলআমিন টিটু,সাংবাদিক আক্তারুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগন। বক্তারা নাদিম হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। ভবিষ্যতে আর যেন সাংবাদিক হত্যার শিকার না হয় সরকার কাছে আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.