নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের লাউতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: হেদায়াতুল্লাহ (২০) আদিত্যপাশা কোনা পাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। ১৬ ই জুন শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
এলাকায় বাসীয় জানান, হেদায়াতুল্লাহ বিদ্যুৎ এর কাজ করতো, বিদ্যুৎ এর কাজের জন্য মঠখোলা বাজার
হতে বৈদ্যুতিক তার নিয়ে বাড়ি ফিরাপথে ,পরে লাউতলী থেকে ফসলি জমি দিয়ে বাড়িতে যাওয়ার পথে তার উপর বজ্রপাতে হয়।
পরে স্থানীয়রা লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এগারসিন্ধুর ইউপি সদস্য জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৭ জুন) সকাল ১০টায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার মৃত্যুতে এলাকায় শোকর ছায়া বইছে।