1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  কটিয়াদীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন জকিগঞ্জে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঐতিহাসিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ৩ ট্রাফিক পুলিশ সিএনজি চালকদের হামলা শিকার ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি মেলা জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ
শিরোনাম
মধুপুরে মিলছে না শিশু সুরক্ষা টিকা হতাশায় শিশুর অভিভাবক  কটিয়াদীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন জকিগঞ্জে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঐতিহাসিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ৩ ট্রাফিক পুলিশ সিএনজি চালকদের হামলা শিকার ত্রিশালে ৩৬৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভালুকায় মাদ্রাসার প্রভাষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি মেলা জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ

বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা: আটক ৪

  • প্রকাশ কাল শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২৪ বার পড়েছে

নিজস্ব প্রতি

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিমকে কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জুন) রাতে এবং বৃহস্পতিবার সারাদিন বকশীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেননি।

বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নাদিম। এরপর বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর। ২.৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ৮ নং ওয়ার্ডে মৃত্যু হয়।

নিহত নাদিমের সহকর্মীরা জানান, বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাটহাট এলাকায় সাংবাদিক নাদিমের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় বুধবার রাত ১২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আরও খারাপ হওয়ায় বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২.৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোলাম রাব্বানির স্ত্রী মনিরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু অসন্তুষ্ট হয়েছিলেন। এর আগেও নাদিমকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করেন তিনি। তার লোকজনই এ হামলা চালিয়েছে।’জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, পুলিশের পাঁচটি টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আটক করা হবে। এখনও থানায় মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জরিত সকল আসামি সহ মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তার করে মামলাটি দ্রুত বিচার আদালতে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী ২০২২ সালে ৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। অর্থাৎ চারদিনে একজন সাংবাদিক নিহত হন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST