আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেড ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাস্টারবাড়ী ও সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া আক্তার জানান, ঈদে বাড়ী ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়ত করতে পারে এবং কোন প্রকার যানজট সৃষ্টি না হয় সেই লক্ষে এ ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়। ভালুকা অংশে এ দুটি স্থান বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া এখানে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেনো সড়কে বসতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.