শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলীতে ২০ বোতল ভারতীয় মদসহ ফরিদ মিয়া (৫৫) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা ট্রলার ঘাটে নিকলী থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফরিদ মিয়া উপজেলার ছাতিরচর ইউনিয়নের মধ্য ছাতিরচর গ্রামের মনসুর আলীর ছেলে।
নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহানের দিক নির্দেশনায়, এসআই মো. ইকবাল হোসেন, এস আই মোঃ কামাল হোসেন, এএসআই সাকলাইন, এএসআই মাসুদ পারভেজ, এএসআই মো. আব্দুর রউফ ও এএসআই মো. আজিজুর রহমান এই অভিযানে অংশ নেন।
নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, ফরিদ মিয়া একজন মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদিঘা গ্রামের করচ গাছ সংলগ্নে বিশেষ অভিযান চালিয়ে ফরিদ মিয়া গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ম্যাকডুয়েলস ব্র্যান্ডের ২০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.