বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব থেকে নব-প্রকাশিত সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদনা পরিষদের সদস্যদের মাঝে পত্রিকার পরিচয়পত্র কার্ড বিতরণ করা হয়েছে।
গতকাল ৪জুন শনিবার রাত ১০ টার দিকে দুর্জয় দরশন পত্রিকার অফিসে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু'র গলায় পত্রিকার পরিচয়পত্র পড়িয়ে দিয়ে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার উপ-সম্পাদক ডা. আব্দুল্লাহ আল-মারুফ, আইন বিষয়ক সম্পাদক এড. মো. মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক নিজাম মাহমুদ জুয়েল, সহযোগী সম্পাদক ওসমান গণি ভূইয়া, ব্যবস্থাপনা সম্পাদক এস.এম মনজুরুল ইসলাম (সবুজ), নির্বাহী সম্পাদক মো. এমরান সুলতান (জাভেদ) ও মার্কেটিং অফিসার আব্দুল অদুধ মিয়া।
আলোচনা সভায় পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু তার বক্তব্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মিজানুর রহমান কবির এর সাহসী উদ্যোগকে স্বগত জানান। এছাড়া পত্রিকার বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ এর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় সুন্দর ও মানসম্মত পত্রিকা প্রকাশে তার ভূমিকার প্রশংসা করে বলেন, তিন মাসে পত্রিকাটি ভৈরব-কুলিয়ারচর তথা কিশোরগঞ্জ জেলায় ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফোন পেয়ে পত্রিকার সুনামের প্রশংসা শুনে সত্যিই ভালো লাগছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি ধাপে ধাপে এগিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.