মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ-ইউনিটের (বিজ্ঞান বিভাগের) ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যদিয়ে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৪৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২.০০টায় আরম্ভ হয়ে দুপুর ১.০০টায় পরীক্ষাটি সমাপ্ত হয়।
সফলভাবে পরীক্ষা গ্রহণ করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম পরীক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা আয়োজনে এই অঞ্চলের সাধারণ নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করেছে তা অভূতপূর্ব।
উল্লেখ্য, সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.