শাফায়েত নাজমুল : পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান কারাগার - আর সেখানেই আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ৷ আমি তখন ছোট ৷ আমরা সবাই মানুষের দ্বারে দ্বারে গিয়েছি আমার বাবা শহীদ সৈয়দ নজরুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে ৷ কোন সুবিচার পাইনি ৷ বিচারের বাণী শুধু নীরবে কাঁদছে ৷ কুখ্যাত জিয়া ইন্ডিমিনিটি বিল পাস করে বিচারের পথ বন্ধ করে দিয়েছিল ৷ তখন কোথায় ছিল এই মানবিকতা ৷ এদের মাঝে কোন মানবিকতা নেই, এদের মাঝে কোন শিষ্টাচার নেই ৷ তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করে আর বিদেশে টাকা পাচার করে ৷ এদের মধ্যে একজন দেশ ছেড়েছেন ৷ আর সেখান থেকে তিনি দেশের ক্ষতি করার পয়তারা করছেন ৷ এরাই হলো বিএনপি | এরা চোরাই পথ দিয়ে এসেছে ৷ তাদের জন্ম ক্যান্টনমেন্টে ৷ তিনি আরো বলেন , জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন ৷ বর্তমানে দেশে এত উন্নয়ন যা পৃথিবীর কোন দেশে হয়ত হয়নি ৷ জননেত্রী শেখ হাসিনা সরকার ৬০ বছর হলেই তাদের পেনশনের ব্যবস্থা করেছেন , বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীর ব্যবস্থা করেছেন , গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করেছেন ৷ তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান ৷ শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ বিআরটিসি বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভায় কিশোরগঞ্জ ১ ( কিশোর সদর - হোসেনপুর ) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন ৷ তিনি বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আবেগে আপ্লুত হয়ে আরো বলেন , আমার বাবা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম | আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম | তিনিও আপনাদের পাশে ছিলেন ৷ আপনাদের সেবা করেছেন ৷ এই মাটি আমার পূর্বপুরুষের ৷ এই মাটি আমার পবিত্র স্থান ৷ এই মাটি আমার শেষ ঠিকানা ৷ জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় আপনাদের কাছে এসেছি ৷ আমি মৃত্যুর পরও আপনার কাছে থাকবো ৷ এই মাটিই হবে আমার শেষ ঠিকানা ৷ আমি আপনাদের কাছে থাকতে চাই ৷ আমি আপনাদের মেয়ে আর আপনাদের বোন | আমাকে আপনারা কোথাও চলে যেতে বলবেন না ৷ এই আমার অনুরোধ ৷ বিশাল এ জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ , জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল হক গনী ঢালী লিমনসহ সংগঠনের বিভিন্ন নেতা - কর্মী ও বিপুল সংখ্যক নারী পুরুষ ৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.