ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে ডিবি কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
০১-০৬-২০২৩ খ্রি: তারিখ রাত্রি ২৩.২০ ঘটিকায় ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পাকুন্দিয়া থানাধীন চরফরাদী দক্ষিণপাড়া সাকিনের জনৈক মোঃ শরিফ মিয়ার বসত বাড়ির সামনে অভিযান পরিচালনা করে বিবাদী ১।মোঃ আল আমিন (২৯), পিতা- মৃত চাঁন মিয়া, সাং- চরফরাদী (ঠাকুরবাড়ি), ২। শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩২), পিতা- মৃত রমজান আলী, সাং- হাপানিয়া (ভূমি অফিস সংলগ্ন), উভয় থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেন।
০১-০৬-২০২৩ খ্রি: তারিখ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত্রি ২৩.২০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত বিবাদীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছেন। ধৃত বিবাদীদ্বয়ের এহেন কর্মে বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীসহ যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.