সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
সংস্কারের অভাবে বিলীনের পথে মুক্তিযোদ্ধার কবর শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সরেজমিনে মুক্তিযোদ্ধার কবর পরিদর্শন করতে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মন্ডল।
গতকাল সোমবার বিকেলে সেখানে যান। এ সময় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন – হোসেনপুর সোনালী ব্যাংক ম্যানেজার – মোঃ কবির হোসেন, রামপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ ফাহিম উদ্দিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল ও রামপুর বাজারে বহু ব্যবসায়িক বৃন্দ।
জানা যায়, উপজেলার পুমদি ইউনিয়নের রামপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিনের নির্ধারিত কবরস্থানটির চারিদিকে দোকানপাঠ আর জঙ্গলে ঘেরাও হয়ে আছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়া ও রক্ষণাবেক্ষণ ও অবৈধ দোকানপাঠ নির্মানের ফলে বিলীন হওয়ার আশংকায় ছিল কবরটি। এ ব্যাপারে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন – কবরটি অতিদ্রুত সংস্করণ করে একটি শহীদ মিনার করা হবে বলে জানান।
স্বাধীনতার ১৩ বছর পর ১৯৮৪ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাকে রামপুর বাজারে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।