সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী রিফাত খান ( ১৮ ) নির্মমভাবে খুন হয়েছে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, গত রোববার (২৮ মে) রাতে উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের স্বপন মিয়া ছেলে রিফাত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুুল রহমানের ছেলে অটোরিক্সা চালক রবিউলের (২৩) মধ্যে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাত মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন রাত সাড়ে এগারোটার দিকে তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ আব্দুল্লাহ আল শামীম জানান, হাসপাতালে আসার আগেই রিফাতের মৃত্যু হয়েছে। নিহত রিফাত এ বছর হোসেনপুর পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা শেষ করেছে গত রোববার।
প্রতিবেশিরা জানান, হত্যাকারী রবিউল বীর হাজিপুর গ্রামের তার নানার বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করছন। মূলতঃ নিহতের চাচাতো বোনকে হত্যাকারীর বড় ভাই বিয়ে করায় সাংসারিক বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই টানাপোড়েন চলছিল। এরই ধারাবাহিকতায় ওই দিন রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের ছুরিকাঘাতে রিফাতের মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই ঘাতক রবিউলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাড়াষি অভিযান অব্যাহত রেখেছে । পাশাপাশি আইনিভাবেও কার্যকরী উদ্যোগ গ্রহণে সচেষ্ট রয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.