ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ বাংলাদেশী বংশদূত ইটালীয় এক নাগরিকের উপর হামলার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর কাছিন নগর গ্রামের শাহ মাহবুবুর রহমান (৬০) ও তার ছেলে শাহ মাহমুদুর রহমান অভি(২২) এর উপর।
অভিযোগ সূত্রে জানায়,বাংলাদেশী বংশদূত ইটালিয়ান নাগরিক শাহ জেবুন্নাহার একই এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসলে পূর্ব শত্রুতার জেরে ২৩ মে দুপুর ১২ ঘটিকায় সময় মাহবুবুর রহমান ও মাহমুদুর রহমান আক্রমন করে এলোপাতারি মারপিট করেন। ঘটনার এক পর্যায়ে স্থানীয়রা রক্তাক্ত জেবুন্নাহারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।জেবুন্নাহারের প্রচন্ড রক্তক্ষরন ও ক্রমশ অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে মাহবুবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা।বাজারে যাওয়ার পথে জেবুন্নেসাই আমার উপর আক্রমণ করেছিল।
এ বিষয়ে জেবুন্নাহারের ভাই বাদি হয়ে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পক্ষে বিপক্ষে অভিযোগ হয়েছে।এবং এগুলোর তদন্ত হচ্ছে।তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.