কিশোরগঞ্জের ভৈরবে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলিসহ ডাকাতি ও ছিনতাই অপরাধে সম্পৃক্ত এক যুবক গ্রেফতার
কিশোরগঞ্জর ভৈরব থানার গাজীরটেক সাকিনের ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের গাজীরটেক ব্রীজের উপর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ০৩ (তিন) রাউন্ড গুলি উদ্ধারসহ আব্দুল্লাহ ওরফে জুয়েল মিয়া নামের ৩৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশ। ইংরেজি ২৭ মে, ২০২৩ তারিখ রোজ শনিবার রাত্রি ২১.৪৫ ঘটিকার সময় জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে গঠিত এসআই (নি:) আব্দুর রহমান ভূইয়ার নেতেৃত্বে ভৈরব থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ম্যাগজিন-গুলিসহ উক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারপূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত যুবক কিশোরগঞ্জের ভৈরব থানার চান্দের চর মানিকদী এলাকার মৃত সরাফত আলী ওরফে রহমত আলীর ছেলে আব্দুল্লাহ ওরফে জুয়েল মিয়া (৩৪)।
এ ঘটনায় এসআই (নি:) আব্দুর রহমান ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা (মামলা নং- ৫১, তারিখ- ২৮-০৫-২০২৩ খ্রি:, ধারা- 19A/19(f) The Arms Act,1878) দায়ের করেন। গ্রেফতারকৃত বিবাদীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি দ্বারা বিভিন্ন এলাকায় মানুষকে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরণের অপরাধ সংঘটন করে আসছে। সে সম্প্রতি ভৈরবের কালিকাপ্রসাদ বিসিক এলাকায় সংঘটিত দস্যুতাসহ হত্যা মামলার সম্পৃক্ত ব্যক্তি যা মামলার (ভৈরব থানার মামলা নং- ২৮, তারিখ- ১৫-০৫-২০২৩ খ্রিঃ, ধারা- 394/302/34 The Penal Code, 1860) তদন্তে উদঘাটিত হয়েছে।
গ্রেফতারকৃত বিবাদীর পূর্বের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নিম্নে বর্ণিত মামলা সমূহ রয়েছে।
১। ভৈরব থানার মামলা নং-২৫, তারিখ-২৩/০৬/১৫ খ্রিঃ, ধারা- 457/380/411 The Penal Code-1860)।
২। ভৈরব থানার মামলা নং-২১, তারিখ-১৩/০১/২০২৩ খ্রিঃ, ধারা- 399/402 The Penal Code-1860)।
৩। ভৈরব থানার মামলা নং-৩৮, তারিখ-২২/০৩/২০২২ খ্রিঃ, ধারা- 399/402 The Penal Code-1860।
৪। ভৈরব থানার মামলা নং-৫৭, তারিখ-২৭/০৭/১৮ খ্রিঃ, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(ক)।
৫। ভৈরব থানার মামলা নং-২০, তারিখ-০৭/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- 399/402 The Penal Code-1860)।
৬। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-০৮/০৯/২০১৭ খ্রিঃ, ধারা- 399/402 The Penal Code-186।
৭। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-০৮/০৯/২০১৭ খ্রিঃ, ধারা- 19A The Arms Act,1878)।
৮। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নং-২০, তারিখ-১৫/০১/২০১৬ খ্রিঃ, ধারা- 19-(a)(f) The Arms Act,1878)।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.