আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধিঃ "বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোর গন্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ মে রবিবার সকাল ১১,টায় ৩০ মিনিটে উপজেলা পরিষদ হল রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম( রেনু) ।
এসময় অন্যান্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন, উপজেলা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন ,
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুজিবুর রহমান , পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার আনোয়ার হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পক্ষে শামসুদ্দিন চন্ডিপাশা ইউনিয়ন রায়হান আকন্দ পাকুন্দিয়া উপজেলা যুবলীগ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপুর্ণদিক তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.