তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রাম থেকে ১৯ যাত্রী নিয়ে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়েছে একটি পিকআপ ভ্যান।
শুক্রবার দিবাগত রাত ১ টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবলের মৌচাক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে পিকআপ ভ্যানের তিন নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো এক জনের মৃত্যু হয় মৃত্যের সংখ্যা মোট ৪ জন ।
শিশুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, মোছাঃ ময়না (৬০) ও মোছাঃ আমেনা (৭৫), স্বামী মৃত আসামউদ্দিন ,মোছাঃ ইনজিলা আক্তার (৫৫) স্বামী মৃত দুদুমিয়া, মোছাঃ শাহিনুর বেগম (৩০) স্বামী মোঃ আসাদ সহ চার জন। মৃত সকলেই মধ্য গোবিন্দপুর বাজুপাড়া পাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাদের মৃতদেহ সন্ধ্যা ছয়টায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় চলছে সুখের মাতম।
এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, এসআই হাবিবের নেতৃত্বে একটি টিম নিহতের বাড়িতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.