স্টাফ রিপোর্টার ঃ দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি মাসুদ মিয়ার দাদা শ্বশুর আঃ কাদির (৭০) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না-------- রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,৪ মেয়ে, নাত-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার বাসিন্দা ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র। পারিবারিক সুত্রে জানা যায়, মরহুম আঃ কাদির কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার সময় সরকারি গাড়ির (ঢাকা মেট্রো-১১-০০৫১) ধাক্কায় আহত হন। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
উল্লেখ্য গত সোমবার (২২ মে) বিকাল আনুমানিক পৌনে ৩টা দিকে জেলা প্রশাসনের সরকারি গ্যারেজ থেকে গাড়ির ড্রাইভার মোঃ আরিফ মিয়া গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ আঃ কাদিরকে ধাক্কা দেয়।
গত বৃহস্পতিবার রাত নয়টায় গাইটালস্থ সাবুতাজ মাদ্রাসায় প্রথম জানাজার পর গতকাল শুক্রবার বাদ যোহর গ্রামের বাড়ি সিংরইল দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.