শাফায়াত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ১ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন আজ শনিবার সকালে ৷ ১ নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ খান মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ আই আর এর নির্দেশ দেন ৷ এ মামলায় আবু সাঈদ চাঁদ (৬২) পিতা- মৃত সাত্তার প্রামানিক - মারিয়া , ইউঃ শলুয়া থানা - চরঘাট ,জেলা- রাজশাহী জেলা বিএনপির আহবায়কসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে ৷ আওয়ামী পরিবারের সন্তান মামলাবাদী সৈয়দ আশফাকুল ইসলাম ও মামলার সূত্রে জানা গেছে , আসামি একজন মানহানিকারী সন্ত্রাসী এবং রাষ্ট্রবিরোধী প্রকৃতির লোক বটে ৷ আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ববান থাকা অবস্থায় ২০.০৫.২০২৩ সকাল দশটায় পটিয়া শিবপুর হাই স্কুল মাঠে প্রকাশ্যে জনসভায় অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় মাইকে ভাষণ দিয়ে বলেন , বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাইতে হবে ৷ আসামীর এহেন কুরুচিপূর্ণ প্রকাশ্য বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর জন্য অত্যন্ত মর্যাদা হানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ ৷ আসামির এরূপ বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য একজন অনুসারী কর্মী এবং কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমার নেত্রী সম্পর্কে আসামি কর্তৃক কেহেন মানহানিকর কুরুচি পূর্ণ বক্তব্যের জন্য আমি সংকাবদ্ধ মর্মত এবং মানসিকভাবে আহত হয়েছে এবং আমাদের দেশের স্বাধীনতার বিশ্বাস কারী সকল লোকজনই মানসিক মর্মাহত এবং আহত হয়েছে ৷ হামলার বাদী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বিজ্ঞ আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন ৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.