আবু হানিফ পাকুন্দিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নকল জুস কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৩ মে) বিকালে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদী এলাকায় পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে।
তানিয়া আক্তার বলেন, গোপন সুএে জানতে পারি, মহসিন মিয়া কারখানায় নকল জুস তৈরি করে । এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে দেখতে পাই, আল-মদিনা ফ্রুটি জুসের লেবেল ব্যবহার করে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নকল জুস তৈরি করা হচ্ছে। জুসে স্যাকারিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে।
তিনি আরও বলেন, অভিযানে জুসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে তা সবার সামনে ধ্বংস করা হয়। এ ঘটনায় কারখানা মালিক মহসিনকে ৭০ হাজার অর্থদণ্ড করে আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.