আবু হানিফ পাকুন্দিয়া :কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা জাল সনদে শিক্ষকতা করছেন চার শিক্ষক। সোমবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা সারা দেশের মোট ৬৭৮ জন জাল সনদে শিক্ষকতা করছেন বলে তালিকা প্রকাশ করে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার রয়েছে ৪ জন। তারা হলেন পাকুন্দিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক সাইদা নাহিদ, গণিতের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার লিনা, হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোছা. সাবিকুন্নাহার ও চরপলাশ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক শামছুল আলম।
এ বিষয়ে পাকুন্দিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন মানিক বলেন সাইদা নাহিদ অনেক দিন ধরেই প্রতিষ্ঠানে নেই। আর মন্ত্রণালয় থেকে এখনো কোনো চিঠি পাইনি। পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।