ডেস্করিপোর্ট : করিমগঞ্জে হত্যাসহ অটোরিক্সা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন, অটোরিক্সা উদ্ধারসহ একজন গ্রেফতার৷
তরুণ শরীফের (২৪) অটোচালনা পেশার প্রথম দিনই হল তার জীবনের শেষ দিন৷ এক বছর পূর্বে নতুন বউ নিয়ে সংসার পাতা শরীফের আর্থিক অস্বচ্ছলতা দেখে তার দুলাভাই আক্কাছ ৬৫,০০০/= (পয়ষট্টি হাজার) টাকা দিয়ে লতিফপুর বাজার থেকে একটি পুরাতন অটোরিক্সা কিনে দেয় গত ২১/০৫/২০২৩ ইং তারিখ দুপুরে৷ বিকেলে করিমগঞ্জ থানাধীন গুণধর এলাকার খয়রাতের মোড়ের একটি গ্যারেজ থেকে অটোরিক্সার কিছু মেরামত কাজ শেষে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়ে যায় শরীফ৷ করিমগঞ্জ থানাধীন গুণধর ইউনিয়নের দড়ি গাংগাটিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে শরীফ৷ নিখোঁজের পরের দিন সকাল ৮ ঘটিকার দিকে গুণধর এলাকার নলীন ব্রিজের নীচে মাথার উপর পাথর-সিমেন্টের মোল্ডের টুকরো দিয়ে মাথায় চাপা দেওয়া নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় শরীফের৷ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শরীফকে নির্মমভাবে হত্যা করে অটোরিক্সাটি ছিনিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়৷ পুলিশ সুপার, কিশোরগঞ্জ মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) সার্বিক তদারকি ও নির্দেশনায় ঘটনার পর পরই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়৷ ভিকটিমের পিতা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে করিমগঞ্জ থানায় মামলা রুজু করেন যার মামলা নং ১৯, তারিখ ২২/০৫/২০২৩ ইং, ধারা- 394/302/201/34, The Penal Code, 1860৷ মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত), করিমগঞ্জ থানা খন্দকার হাফিজুর রহমান৷ গতকাল ২৩/০৫/২০২৩ ইং তারিখ সন্ধ্যা ২১:৩০ ঘটিকায় করিমগঞ্জ থানার এক চৌকস টিম কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকার নানা জায়গায় অভিযান পরিচালনা করার পর গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকার ফকির মার্কেট হতে ঘটনার সাথে জড়িত সেলিম (৩৯), পিতা- মো: হাবিবুর রহমান, সাং- পাটধা কাঁঠালিয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে৷ গ্রেফতারকৃত সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার একটি গ্যারেজ হতে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়৷ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে ৷ পূর্ব পরিকল্পিতভাবে যাত্রীবেশে ৩/৪ জন অটোরিক্সায় উঠে কৌশলে নীরব ও নির্জন এলাকায় নিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম শরীফকে হত্যা করে৷ পরবর্তীতে অটোরিক্সাটি নিয়ে সদর থানাধীন বিন্নাটি এলাকার একটি গ্যারেজে চার্জ দিয়ে গাজীপুর নিয়ে চলে যায়৷ ভিকটিম শরীফকে হত্যা করে নৃশংস হত্যাকাণ্ডসহ অটোরিক্সা ছিনতাইয়ের সাথে জড়িত বিবাদী সেলিমকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে৷