বিষেশ প্রতিনিধি-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনার পর সেই আদেশ অমান্য করায় পরিবেশ ও বন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করার কারণ ও হাইকোর্টের রায় বাস্তবায়নে আগামী সাত দিনের মধ্যে এসব ভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আইনগত প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে।
২১মে,রোববার, কামাল হোসেন মিয়াজি সুপ্রিম কোর্টের আইনজীবী এ লিগ্যাল নোটিশ পাঠান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক (ডিসি), পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক,উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)দের বিবাদী করা হয়েছে।উক্ত বিষয়ে পরিবেশ,জলবায়ু ও বনমন্ত্রণায়সহ সংশ্লিষ্ট দপ্তরের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সম্প্রতি হাইকোর্টের গত ১মার্চ ঢাকার আশপাশের জেলার অবৈধ ইটভাটা বন্ধের ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। ওই সব রায়ের আলোকে এসএবি ইটভাটাসহ ২৫টি অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ না করায় এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
এছাড়াও লিগ্যাল নোটিশে উচ্চ আদালত হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই এলাকার পরিবেশের ক্ষতি করার কারণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অবৈধ ইটভাটা বন্ধে ২০১৯ সালের করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল।
ফসলীয় জমি ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেআইনিভাবে আনাচে-কানাচে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা গুলো। সরকারের নিষিদ্ধ ড্রাম চিমনি আইন অমান্য করে ইট ভাটা গুলোতে কয়লার বদলে কাঠের স্তুপ রেখে পোড়ানো হয় কাঠ। যার ফলে বন সম্পদ উজাড় হচ্ছে। এসব এলাকায় পরিবেশ দূষিত যার ফলে রবি শোষ্য,আমের মুকুল সহ সব ধরনের ফল নষ্ট হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.