ডেস্করিপোর্ট : কুলিয়ারচরে চাল কর্জ না দেওয়ায় হত্যা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামির মধ্যে ০৩ জন গ্রেফতার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রুটি ভাজার তাওয়া ও চাল কর্জ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে জনৈক রতন মিয়া (৩৭), পিতা- মোঃ বিল্লাল মিয়া, সাং- পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জকে হত্যা মামলার এজাহারনামীয় ৪ জন আসামির মধ্যে এজাহারনামীয় আসামি ১। শিখা আক্তার (৩০), পিতা- কলিম উদ্দিন, ২। মিনারা খাতুন (২৮), স্বামী- মোঃ কাকন মিয়া, ৩। শরিফা খাতুন (৬০), স্বামী- কলিম উদ্দিন, সর্ব সাং- পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিন পাড়া, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জদেরকে ২১-০৫-২০২৩খিঃ ০৫.১০ ঘটিকায় কুলিয়ারচর থানা এলাকা হতে নারী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।
গত ২০/০৫/২০২৩ খ্রিঃ রোজ শনিবার সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ভিকটিম রতন মিয়া (৩৭) ও তার স্ত্রী শান্তা আক্তার (৩০) বাড়ির সামনে তাদের লটকন বাগানে কাজ করতেছিল। এ সময় বিবাদী শিখা আক্তার ভিকটিমের স্ত্রী শান্তার নিকট রুটি ভাজার তাওয়া ও চাল কর্জ হিসেবে চাইলে ভিকটিম চাল কর্জ দিতে অস্বীকার করায় বিবাদী শিখার সাথে ভিকটিমের কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী শিখা আক্তার অন্যান্য বিবাদীসহ শাবল, ছুরি ও বাঁশের লাঠি নিয়ে এসে পরস্পর যোগ-সাজশে বিবাদী শিখা আক্তার তার হাতে থাকা শাবল দিয়ে ভিকটিম রতনের পেট ও পিঠে ঘাই দিয়ে পেটের ভূড়ি বের করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। অন্যান্য বিবাদীগণ তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে মারপিট করে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এমতাবস্থায় ভিকটিম ও তার স্ত্রীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাজিতপুর, কিশোরগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রতনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন৷
পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক তদারকি ও নির্দেশে ঘটনার পর পরই কুলিয়ারচর থানা পুলিশ কুলিয়ারচর থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করেন৷ অদ্য ২১-০৫-২০২৩ খ্রিঃ ভিকটিমের বাবা মোঃ বিল্লাল মিয়া (৬০) বাদী হয়ে চার জনের নামোল্লেখ করে কুলিয়ারচর থানায় হত্যা মামলা (কুলিয়ারচর থানার মামলা নং- ১২, তারিখ: ২১/০৫/২০২৩ ইং, ধারা- 447/323 /324/302/34 The Penal Code, 1860) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কুলিয়ারচর থানার এসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ-আল-মামুন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে মামলা রুজুর পর পরই নারী পুলিশসহ গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ২১-০৫-২০২৩ খ্রিঃ তারিখে এজাহারনামীয় আসামি শিখা আক্তার (৩০), মিনারা খাতুন (২৮), শরিফা খাতুন (৬০)দের গ্রেফতার করেন। এজাহারনামীয় ধৃত আসামীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সততা স্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.