নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিশাল জনসভায় শুক্রবার বিকালে কিশোরগঞ্জ ১( কিশোরগঞ্জ সদর - হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপির মুখে দেশের উন্নয়নের কথা শুনতে পেলেন বিপুল সংখ্যক জনতা ৷ বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাক্তার সৈয়দা জাকিয়া নুর লিপি বলেন স্বপ্নের পদ্মা সেতু মেট্রোরেল ও কর্ণফুলী ট্যানেল এখন ঈর্ষনীয় সাফল্যের চূড়ায় আমাদের এ বাংলাদেশ | মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ৷ তিনি সকলকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান , কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান , ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার ৷ জনসভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ , যুবলীগ , কৃষক লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়া ও সাধারন মানুষজন ৷
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.