ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জের কটিয়াদীতে ০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অদ্য ১৬-০৫-২০২৩ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকায় ০২ (দুই) কেজি গাঁজাসহ কটিয়াদী মডেল থানাধীন কটিয়াদী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে বিবাদী ১। মো: রবিন মিয়া (৩৪), পিতা- মো: রইছ উদ্দিন, সাং- সিরাং মজলিসপুর, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণাকে কটিয়াদী থানা পুলিশ গ্রেফতার করেন।
অদ্য ১৬-০৫-২০২৩ তারিখ বিকাল ১৬.২৫ ঘটিকায় কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে এসআই (নিরস্ত্র) মো: দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হেফাজতে থাকা বাজারের ব্যাগের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক বিকাল ১৬.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।