মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কের পাশ থেকে আশিকুর রহমান সজিব নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।তার পরিবারের দাবি এটা পরিকল্পিত হত্যা।
শনিবার(১৩ মে) রাত ৯ টা দিকে ভৈরব কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।এ সময় ওই স্থান থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
আশিকুর রহমান সজিব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামের
গোলাপ মিয়ার ছেলে । তিনি কয়েক বছর ধরে পরিবারের সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের নিউটাউন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে,
অচেতন অবস্থায় পড়ে আছেন। রাস্তার আরেক পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি দাঁড় করানো ছিল।কিন্তু ডাকাত হামলা নাকি পরিকল্পিক হত্যা কাণ্ড কেউই বলতে পারছে না। পুলিশ লাশ উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. আজাদ মালিক জানান, মরদেহের গলায় আঘাতে চিহৃ রয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ১৩ মে দুপুরের সে মোটরসাইকেল যুগে নিকলী পুরাতন নৌকা কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। ২০ লক্ষ টাকা দাম হয় নৌকাটির। তার সাথে নগদ ৪৫ হাজার টাকা ছিল। পরে আজ রাত ১০টায় আমরা জানতে পেয়েছি তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে দেয়া হয়েছে। এবং এটাকে দুর্ঘটনায় হিসেবে চালিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ডাকাত হামলা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। পরিবারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।