সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান
রাজশাহী জেলার পবা উপজেলা কর্নহার থানা এলাকায় মোল্লাডাং (সিসাপাড়া) গ্রামে ধানি খতিয়ানভুক্ত জমিতে এবং আফিপাড়া গ্রামে পুকুর সংস্কার এর কাজ করছে ভূমি দস্যু মোঃ মিনারুল ইসলাম এবং পরবর্তীতে চলাচলের রাস্তা নষ্ট করে ট্রাক্টর এর মাধ্যমে পুকুরের মাটি বাইরে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ অবস্থায় " দৈনিক তৃতীয় মাত্রা"পবা উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ভূমিদস্যু মোঃ মিনারুল ইসলাম এর কাছে লাঞ্ছিত ও বিভিন্ন হুমকির সম্মুখীন সহ সংবাদ সংগ্রহে গত ০৮/০৫/২৩ইং তারিখে বাধা প্রাপ্ত হয়।
এর আগে গত ৫/৫/২৩ইং তারিখে মোল্লাডাং এলাকার ধানী খতিয়ানভুক্ত জমিতে পুকুর খনন এবং নতুন পাকা রাস্তা নষ্ট করে মাটি বাইরে বিক্রি করার পাঁয়তারা করে মোঃ মিনারুল ইসলাম এ বিষয়ে জাতীয় পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পত্রিকাতে নিউজ হয়। তবুও কাজ বন্ধ হয়নি এবং চলাচলের একমাত্র রাস্তা নষ্ট করে মাটি বাইরে বিক্রি করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন ভূমিদস্যু মিনারুল ইসলাম । শুধু এটা না সেইসাথে অত্র থানায় এলাকার আফি পাড়া গ্রামে ০৮/০৫/২৩ইং পুকুর সংস্কার করে মানুষ চলাচলের রাস্তা নষ্ট করে মাটি বাইরে বিক্রি করার সময় উক্ত দৃশ্য ভিডিও ধারণ করলে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার পবা উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান কে ডাংঙ্গেরহাট বাজারে গত ০৮/০৫/২৩ ইং তারিখে রাত ১০ ঘটিকার সময় পরিকল্পিতভাবে ভূমিদস্যু মিনারুল বেলাল এর দোকানের সামনে এসে পথ আটকায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কাধাক্কি করে বলে যে তুই ভিডিও করলি কেন তুই যদি বাঁচতে চাস তবে আমার কোন কাজের দিকে তাকাবি না এবং ভিডিও করবি কেন নিউজ ও করবি না। এ বিষয়ে কথা বলতে গেলে উল্টা মার মুখি আচরণসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে ভূমিদস্যু মিনারুল ইসলাম। পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিক মোঃ আতিকুর রহমান বাদী হয়ে কর্ণহার থানায়
গত ০৯/০৫/২৩ ইং তারিখে অভিযোগ দায়ের করেন আর কর্ণহার থানা জিডি নাম্বার ৩৭০ কর্ণহার থানা অফিসার ইনচার্জ
মোঃ ইসমাইল হোসেন ( ওসি ) উক্ত বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.