নিজস্ব প্রতিবেদকঃ
সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, পেশাগত দায়িত্ব পালনে নির্যাতন হামলার প্রতিবাদে সোমবার সকাল ১১ টায় ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দৈনিক লাল সবুজের নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান এর সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আজাহারুল আলমের। সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় নেতা দৈনিক সময় প্রতিদিন সম্পাদক ও দৈনিক জনকন্ঠ ঢাকা প্রতিনিধি রেজা নওফেল হায়দার সিনিয়র সাংবাদিক আমাদের ময়মনসিংহ সম্পাদক কামরুল হাসান, ময়মনসিংহ বিএমইউজে সাধারণ সম্পাদক ৭৫ বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক, দৈনিক দেশবাংলা ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, দৈনিক আজকের খবর সরৎ সেলিম, দৈনিক দেশ বিশ্ব বাংলা ভিষন প্রকাশক সম্পাদক দীপক চন্দ্র দে, দৈনিক দেশ কাল অজয় সরকার, দৈনিক বাংলা৭১ নিহার রঞ্জন কুন্ডু, দৈনিক উর্মি বাংলা প্রতিদিন রোকসানা আক্তার প্রমুখ,
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা দৈনিক আমাদের কন্ঠ সুমন ভট্রাচার্য, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ সাধারণ সম্পাদক দৈনিক আজকের খবর আবুল কালাম আজাদ, অপরাধ জগত স্টাফ রিপোর্টার তসলিম সরকার, ময়মনসিংহ প্রতিদিন আমিনুল হক ছোটন, বিজয় টিভি আব্দুল হক লিটন, ফটো সাংবাদিক লিটন, উর্মি বাংলা প্রতিদিন আব্দুল হাকিম, দেশ বার্তা জেলা প্রতিনিধি মারুফ হাসান, দৈনিক মাটি ও মানুয তাহমিনা আক্তার হেলেন, মুসলিম টাইমস রায়হান আহমেদ, ময়মনসিংহ প্রতিদিন আব্দুস সাত্তার, দৈনিক লাল সবুজের দেশ স্টাফ রিপোর্টার কামরুজ্জামান কামরুল, ৭৫ বাংলাদেশ ওমর ফারুক, নব জাগরণ টিভি সোহানুর রহমান, সময় ময়মনসিংহ নজরুল খান, সোনালী খবর সামদানী হোসেন, দৈনিক মাটি ও মানুষ ফজলুল হক, জাহিদ, সিএনএন বাংলা টিভি রেজাউল করিম বাদল, সময়ের কন্ঠ মিজানুল ইসলাম, দৈনিক নওরোজ জেলা প্রতিনিধি মমতা বেগম পপিসহ ইলেকট্রনিক্স, প্রিন্ট, অনলাইন গণমাধ্যমে শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সহকারী জাকির হোসেন অনিয়ম দুর্নীতির মাধ্যমে চাকুরী কালীন সম্পদ অর্জন করেন ৪২২.৩৮৭ শতাংশ, তার বিরুদ্ধে জাল জালিয়াতির ২০১৩ সালের মামলা নং ৩০/১২৩৬, মামলা নং ৩১/১২৩৭ ধারা ৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/১০৯ দঃ বিঃ জাকিরের মা কর্তৃক দায়েরকৃত মামলা নং ৮/২০২২, মামলা নং ৬৩২/২০২১, মামলা নং ১২৫৯/২১ চলমান রয়েছে যাহা সাপ্তাহিক আবির পত্রিকায় প্রকাশিত হয় এসকল রিপোর্ট প্রকাশে সাপ্তাহিক আবির পত্রিকার সম্পাদক ইউসুফ খান লিটনের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করলে বিঞ্জ আদালত খারিজ করে দেয়, পুনরায় হয়রানির উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য উক্ত জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে কমিটি কাজ করছে, কতিপয় অসাধু কর্মকর্তা জাকিরকে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, পেশাগত দায়িত্ব পালনে নির্যাতন হামলার ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।দুর্নীতিবাজের পক্ষাবলম্বন অপসাংবাদিকতা দালালি চামচামী থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে সত্য ও ন্যায়ের জন্য বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহবান জানান নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।