নিজস্ব প্রতিবেদক
এডাব, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কার্যকরী কমিটির এক সভা ০৬ মে ২০২৩ খ্রিঃ রোজ শনিবার ওয়েপ কার্যালয়, ছালেহা ম্যানসন, কলেজ রোড, হারুয়া, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব সভাপতি মোঃ ইবাদুর রহমান বাদল। এ সময় উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মু. বাবুল আখতার, এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, এডাব সদস্য ও আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, এডাব সদস্য ও উইডু’র পরিচালক মোঃ খায়রুল ইসলাম, এডাব সহ-সভাপতি ও এফএইচপি’র প্রতিনিধি শৈলেশ কুমার পাল ও ওয়েপ সদস্য সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।