ডেস্ক রিপোর্ট
ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ধনবাড়ী উপজেলায় শুরু হয়েছে নারী ফুটবল প্রশিক্ষণ। বিকেলে পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হারুনার রশিদ হীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসউদুল আলম উচ্ছল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম হোসাইন। পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন খেলোয়াড় ১৫ দিনের এই প্রশিক্ষণে অংশ নেয়। কোচের দায়িত্ব পালন করবেন মোঃ জহিরুল ইসলাম মিলন। ২০১৯ সাল থেকে ধনবাড়ী উপজেলায় নিজেরা করি সংস্থার হাত ধরে নারী ফুটবলের যাত্রা। এর ধারাবাহিকতায় ২০২২ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর টাঙ্গাইল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ধনবাড়ী উপজেলা। তাদের এই সাফল্য আরো এগিয়ে নিতে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজন করার বিষয়ে জানান, টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। ভবিষ্যতে এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.