সোহেল রানা : কিশোরগঞ্জের নিকলীতে সাফায়েত নুরুল সাংবাদিকের উপর মাদকসেবীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেরণা বাংলাদেশ ও কালের নতুন সংবাদের যৌথ উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকায় এ মানববন্ধনটি কিশোরগজ শহীদ সৈয়দ নজরুল চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রেরণা বাংলাদেশের সভাপতি মনোয়ার হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজকের জনবাণী জেলা প্রতিনিধি প্রদীপ কুমার বর্মন, কবি ও কলামিস্ট সাদেক আহমেদ, মাহবুব আলম নজরুল সাংবাদিক আতাউল হোসেন দিনার,ঢাকা প্রকাশ’ র জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিল দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হূয়ায়ূন রশিদ জুয়েল, দৈনিক আমার সংগ্ৰাম জেলা প্রতিনিধি মাহফুজুল হক খান জিকু, দৈনিক রুপালী বার্তা জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, নারীন নেত্রী খালেদা আক্তার, সাংবাদিক আসাদুজ্জামান জুয়েল, দৈনিক নওরোজ এর হোসেনপুর প্রতিনিধি এস কে শাহিন নবাব, দৈনিক দেশের পত্র প্রতিনিধি আজিজুল হক রাসেল, দৈনিক তালাশ টাইমস স্টাফরিপোটার মোঃ সোহেল মিয়া, সহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম। এসময় বক্তারা হামলার সাথে জড়িত আসামিদের গ্ৰেতারের দাবী জানান।সেই সাথে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করন।