:: স্টাফ রিপোর্টার ::
সাংবাদিক নেতা মনোয়ার হোসাইন রনীর জ্ন্ম দিন আজ।
তিনি ১৯৮০ সনে ৩ মে কিশোরগঞ্জে জন্মগ্রহন করেন কিশোরগঞ্জের মুক্তিযুূদ্ধের অন্যততম সংগঠক বীর মুক্তিযোদ্ধা এ কে এম লিয়াকত হোসাইন মানিক ও সাবেক প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের কোল আলো করে।
আইন পেশায় পড়াশুনা শেষ করে তিনি সেদিকে মনোয়োগ না দিয়ে ২০০০ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতার কাজ শুরু করেন শ্যামল দত্তের সম্পদনায় ভোরের কাগজ দিয়ে।
সাহিত্যে হাত থাকলে ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার ভূমিকা বিশেষ ভাবে লক্ষ রাখেন তিনি। এখন কাজ করছে বাংলা টিভি ও আমাদের নতুন সময়ের ষ্টাফ রিপোর্টার হিসেবে। এআড়াও তিনি সরকার নিবন্ধিত জনপ্রিয় নিউজ পোর্টাল হাওর বার্তার নির্বাহী সম্পাদক, দৈনিক প্রবাহ ও দৈনিক প্রেরণার সম্পাদনা করেন।
এছাড়াও তিনি কনজুমার এসোসিয়েশন ক্যাব এর সাধারণ সম্পাদক, সেই সাথে কিশোরগঞ্জ শিক্ষা তহবিলের সাধারণ সম্পাদক দ্বায়িত্ব পালন করছেন। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড তিনি প্রেরণা বাংলাদেশ নামে সামজিক ও সাংষ্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা তিনি।