ফারজানা আক্তার, কুলিয়াচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়া নিবাসী মুক্তিযোদ্ধকালীন সময়ের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জসীম উদ্দীন ১ মে সকাল প্রায় ১০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারনে ঢাকার একটি হাপাতালে মারা গেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি মুক্তিযোদ্ধের সময় ৩ নং সেক্টরে যুদ্ধরত ছিলেন।মারা যাওয়ার সময় তিনি এক স্ত্রী,দুই পুত্র ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মৃত্যুকালে বয়স ছিল ৮৫ বছর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা জানান, বাদ আসর গোবরিয়া আব্দুল্লাহপুর মাদ্রাসার মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা দিয়ে মাঠ সংলগ্ন মাঠে সমাহিত করা হয়।